দেশজুড়ে

হিলি বন্দরে আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন শ্রমিকরা

হিলি বন্দরে আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন শ্রমিকরা

দিনাজপুরের হিলি বন্দর শ্রমিকদের দাবি পূরণ হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছে শ্রমিকরা।

Advertisement

শনিবার (২১ জুন) সন্ধ্যায় পানামা পোট কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ায় কাজে যোগ দেন শ্রমিকরা।

এর আগে দুপুর থেকে ন্যায্য পাওনা আদায়ে বেসরকারি অপারেটর হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।

কর্মবিরতি পালনকালে ভারত থেকে আমদানিকৃত কোনো পণ্য আনলোড (খালাস) করেনি শ্রমিকরা। তাদের দাবি ছিল, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট বা আমদানিকারকরাদের কাছ থেকে প্রতি টন পণ্য লোড আনলোড বাবদ যে পরিমাণ অর্থ আদায় করা হয় তার ছয় ভাগের এক ভাগ শ্রমিকদের পরিশোধ কর হয়।

Advertisement

পানামা পোটের কুলি শ্রমিক ঐক্য ৩০ গ্রুপ সম্বন্বয় পরিষদ কমিটির সরদার হাবিবুর রহমান বলেন, দাবি ছিল শ্রমিকদের যে পরিমাণ শ্রমের মূল্য দিত তা বৈষম্যমূলক। আমাদের টাকা শ্রমিক সরদাররা মেরে খাচ্ছে।

তিনি বলেন, দুপুর থেকে বিষয়গুলো নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য কর্মবিরতি শুরু করি। সন্ধ্যার দিক কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় আবারো কাজে ফিরেছি।

হিলি স্থলবন্দরের পানামাপোর্টের ব্যবস্থাপক অশিত কুমার স্বর্ণাল বলেন, শ্রমিকরা কর্মবিরতি করেছিল। উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে তা সমাধান করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম

Advertisement