দেশজুড়ে

যে যাই বলুক আওয়ামী লীগ আর ফিরবে না: আসাদুজ্জামান রিপন

যে যাই বলুক আওয়ামী লীগ আর ফিরবে না: আসাদুজ্জামান রিপন

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, অতি সংস্কারের নামে অপ্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ সৃষ্টি করছে। ১০ মাস পার হয়ে গেছে। মানুষের মধ্যে সংস্কারের যেই আকাঙ্ক্ষা রয়েছে, সেটা বাস্তবায়ন হচ্ছে না।

Advertisement

শনিবার (২১ জুন) বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, মতৈক্য কমিশনের মিটিংগুলোতে হৈচৈ হচ্ছে। সেখানে বিভ্রান্তি হচ্ছে। বয়কট হচ্ছে। মতৈক্য কমিশন তাদের এজেন্ডার বাইরে অনেকগুলো এজেন্ডা নিয়েছে। এতগুলা এজেন্ডা বাস্তবায়নের কাজ ওই কমিশনের নয়।

তিনি আরও বলেন, দেশে একটি পরিবর্তন হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে। মানুষ তার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।

Advertisement

আওয়ামী লীগের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, যে যাই বলুক না কেন, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যেন দলে অনুপ্রবেশের সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে নতুন প্রজন্মের হাজার হাজার তরুণ রয়েছে, যারা কোনো দলমত করে না। এদের যদি বিএনপিতে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপির অবস্থান সমৃদ্ধ হবে।

জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, শরিয়তপুর জেলা বিএনপির সরদার একেএম নাসিরুদ্দিন কালু, রাজবাড়ী জেলা বিএনপির অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু প্রমুখ।

এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম

Advertisement