ধর্ম

রাস্তায় হাঁটতে হাঁটতে কোরআন তিলাওয়াত করা যাবে?

রাস্তায় হাঁটতে হাঁটতে কোরআন তিলাওয়াত করা যাবে?

রাস্তায় হাঁটাতে হাঁটতে কেউ যদি সচেতনভাবে ধ্যান ও খেয়ালের সাথে কোরআন পড়ে তাতে সমস্যা নেই। এটা জায়েজ; মাকরুহ বা আদবের খেলাফ নয়। তবে রাস্তায় হাঁটাচলা বা অন্য কোনো কাজ করার সময় বেখেয়ালে কোরআন পড়লে তা মাকরুহ হবে।

Advertisement

রাস্তায় হাঁটতে হাঁটতে কোরআন তিলাওয়াতের সময় কেউ সালাম দিলে এর উত্তর দেয়া ওয়াজিব নয়। সাধারণ অবস্থায় সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু যে সব অবস্থায় সালাম দেওয়া মাকরুহ, সেই সব অবস্থায় সালামের উত্তর না দেওয়ার অবকাশ রয়েছে।

কোরআন তিলাওয়াতরত ব্যক্তিকে সালাম দেওয়া অপছন্দনীয়। কারণ তাকে সালাম দিলে কোরআন তিলাওয়াতে ব্যাঘাত ঘটে। কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করছে বুঝতে পারলে তাকে সালাম দেওয়া থেকে বিরত থাকতে হবে।

যদি কোরআন পড়ার কেউ কেউ সালাম দেয় এবং কোরআন পাঠরত ব্যক্তি উত্তর দেয়, তাহলে আবার কোরআন পড়া শুরু করার আগে ‘আউজুবিল্লাহ’ পড়ার প্রয়োজন নেই। এমনিতেই আবার কোরআন পড়া শুরু করতে পারবে।

Advertisement

মর্ম অনুধাবন করে কোরআন তিলাওয়াতের গুরুত্ব

কোরআন মহান আল্লাহ তাআলার কালাম। মানুষের কাছে পাঠানো আল্লাহর বার্তা। আল্লাহ তাআলার নির্দেশ বুঝতে, তার ইচ্ছা অনুযায়ী জীবন গড়তে গভীর মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা বলেন,

كِتٰبٌ اَنۡزَلۡنٰهُ اِلَیۡكَ مُبٰرَكٌ لِّیَدَّبَّرُوۡۤا اٰیٰتِهٖ وَ لِیَتَذَكَّرَ اُولُوا الۡاَلۡبَابِ

আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। (সুরা সোয়াদ: ২৯)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,

اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ اَمۡ عَلٰی قُلُوۡبٍ اَقۡفَالُهَا

Advertisement

তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা-ভাবনা করে না? নাকি তাদের অন্তরসমূহ তালাবদ্ধ? (সুরা মুহাম্মাদ: ২৪)

এ আয়াতগুলোর নির্দেশনা সুস্পষ্ট। আল্লাহ চান মানুষ কোরআনের মর্ম অনুধাবন করে কোরআন পাঠ করুক। আল্লাহ কী বলেছেন, কী বুঝিয়েছেন তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করুক। কোরআন অর্থ না বুঝে পাঠ করলেও সওয়াব পাওয়া যায়। কিন্তু অর্থ বুঝে কোরআন পাঠের সওয়াব নিঃসন্দেহে অনেক বেশি।

অনেকে দীনি অন্যান্য বইপত্র পড়লেও অর্থ ও ব্যাখ্যাসহ সরাসরি কোরআন পাঠ করাকে তেমন গুরুত্ব দেয় না। অনেকে ভাবে, কোরআনের অর্থ বুঝে পাঠক করা সাধারণ মানুষের জন্য না, শুধু আলেম বা ইসলামি জ্ঞানে পণ্ডিত ব্যক্তিরাই কোরআন বুঝতে পারেন। এই ধারণা সঠিক নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,

وَ لَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّكۡرِ فَهَلۡ مِنۡ مُّدَّكِرٍ

আর আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? (সুরা কামার: ১৭)

ওএফএফ/জেআইএম