সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সামনে সড়ক দুর্ঘটনায় ফয়সাল সরদার (১১) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল সরদার পার্শ্ববর্তী যুগিপুকুরিয়া গ্রামের শাহাজান সরদারের ছেলে ও পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমী মাদরাসার ছাত্র। স্থানীয়রা জানায়, ফয়সাল সাইকেলে করে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে থানার সামনে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যান ধাক্কা দিলে চলমান ট্রাকের তলায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।আকরামুল ইসলাম/এসএস/আরআইপি