ভারতীয় ক্রিকেটের সঙ্গে নানা সময় নানা ভূমিকায় জড়িয়েছেন সৌরভ গাঙ্গুলি। কখনো ক্রিকেটার, কখনো অধিনায়ক। এরপর ক্রিকেট প্রশাসক। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়, বিসিসিআইয়ের সভাপতি পর্যন্ত হয়েছেন।
Advertisement
শুধু একটি ভূমিকায় এখনও দেখা যায়নি। ভারতীয় ক্রিকেট দলের কোচ। এবার সেটাও হতে চান। নিজেই সে খায়েশের কথা জানিয়েছেন। সুযোগ পেলে কোচের ভূমিকাও পালন করতে চান তিনি।
তবে এরই মধ্যে আইপিএলে মেন্টরের ভূমিকা পালন করেছেন তিনি। মেন্টর অনেকটাই কোচের মত ভূমিকা পালন করে থাকে। সেই অভিজ্ঞতাই হয়তো জাতীয় দলের হয়ে কাজে লাগাতে চান সৌরভ।
ভারতীয় দলের কোচ হতে চান, তবে কি বর্তমান কোচ গৌতম গম্ভীরের ওপর আস্থা নেই সৌরভ গাঙ্গুলির? মূলত তেমনটা নয়। গম্ভীরের উপর আস্থা রয়েছে সৌরভের। তবে তিনি জানিয়েছেন, সুযোগ পেলে নিজেও দায়িত্বটা নিতে চান। ক্রিকেট প্রশাসক হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করা সৌরভ আবার ফিরতে চান ভারতীয় দলের সাজঘরে।
Advertisement
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছেন, ভারতীয় দলের কোচ হতে তিনি আগ্রহী। তিনি বলেন, ‘অবসর নেওয়ার পর কিছু দায়িত্ব পালন করেছি। সিএবির সভাপতি হয়েছি। বিসিসিআই সভাপতি হয়েছি। তখন সময় পাইনি। জানি না ভবিষ্যতে কি হবে। আমার বয়স এখন ৫০। আমি কোচিংয়ের জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়।’
নিজে আগ্রহী হলেও এখনই গম্ভীরকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে নন সৌরভ। তিনি বলেন, ‘সে ভালই কাজ করছে। শুরুটা হয়তো দারুণ হয়নি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারতে হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এখন ইংল্যান্ড সিরিজ চলছে। এই সিরিজটা গম্ভীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
সৌরভ আরও বলেছেন, ‘খুব কাছ থেকে তো দেখিনি। তবে ক্রিকেট নিয়ে গম্ভীর ভিষণ আবেগপ্রবণ। একসঙ্গে কাজ করিনি। তাই ওর কৌশল সম্পর্কে বলা সম্ভব নয়। একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি, মানুষ হিসাবে গম্ভীর দুর্দান্ত। আমাকে বা দলের সিনিয়রদের শ্রদ্ধা করত।’
কোচ গম্ভীরকে আরও সময় দেওয়ার পক্ষে সৌরভ। তিনি বলেন, ‘গম্ভীরকে একই রকম আবেগপ্রবণ মনে হচ্ছে। একদম সোজাসাপ্টা। সব ব্যাপারে স্বচ্ছ। সমাজ, দল, ক্রিকেটার- সব বিষয়ে কথা বলে। বাইরে থেকে দেখে মনে হয় খুব সোজাসাপ্টা মানুষ। ওর জন্য সব সময় আমার শুভেচ্ছা থাকবে। সকলের মতো গম্ভীরও শিখবে এবং এগিয়ে যাবে।’
Advertisement
রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়রা ভারতীয় দলের কোচ হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন ভারতীয় কোচদের উপরই আস্থা রাখে। সৌরভ আগেও ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি যে এখনও আগ্রহী, তা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক।
সৌরভ এখন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ক্রিকেট কমিটির প্রধান। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও যুক্ত তিনি। মাঝে শোনা গিয়েছিল, রাজনীতিতেও যুক্ত হতে পারেন। কিন্তু এখন তার ইচ্ছে দেখে মনে হচ্ছে, রাজনীতি নয়, ক্রিকেটের সঙ্গেই থেকে যাবেন।
আইএইচএস/