জাতীয়

কর্মচারী নেতাদের সঙ্গে পর্যালোচনা কমিটির বৈঠক, আন্দোলন চলবে

কর্মচারী নেতাদের সঙ্গে পর্যালোচনা কমিটির বৈঠক, আন্দোলন চলবে

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্বে গঠন করা কমিটি।

Advertisement

সোমবার (২৩ জুন) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতাদের সঙ্গে এই বৈঠক হয়।

আগামী বুধবার (২৫ জুন) কর্মচারী নেতাদের সঙ্গে আবারও বৈঠক করবে পর্যালোচনা কমিটি। সেই পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কর্মচারী নেতারা। আগামী দুইদিন তারা গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

বৈঠকে কমিটির সভাপতি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ছাড়াও উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধিসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

কর্মচারীদের পক্ষে উপস্থিত ছিলেন ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম ও মো. বাদিউল কবীর এবং কো-মহাসচিব মো. নজরুল ইসলাম।

বৈঠক শেষে ঐক্য ফোরাম এক অবস্থানপত্রে জানিয়েছে, বৈঠকে ঘণ্টাব্যাপী আলাপ-আলোচনা করা হয়। কমিটির সদস্যদের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ জারির ফলে সারাদেশের কর্মচারীদের ক্ষোভের কারণ তুলে ধরেন নেতারা।

আরও পড়ুন

সচিবালয়ে ২ ঘণ্টার কর্মবিরতিতে কর্মচারীরা

অধ্যাদেশের আপত্তিগুলোর ওপর অধিকতর পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করতে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতাদের সঙ্গে সংগে আগামী বুধবার আবার বৈঠক অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

Advertisement

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ঘোষিত আগামী ২৪ ও ২৫ জুন গণসংযোগ কর্মসূচি চলমান থাকবে। বিতর্কিত অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সারাদেশের কর্মচারীদের সহযোগিতা চাওয়া হয় অবস্থানপত্রে।

চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করার বিধান রেখে গত ২৫ মে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। তার আগ থেকেই এই অধ্যাদেশর খসড়া বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। চাকরি অধ্যাদেশ জারির পর তারা সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ-সমাবেশ এবং এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর উপদেষ্টাদের স্মারকলিপি দেন।

চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারী নেতাদের সঙ্গে আলোচনার পর ভূমি সচিবের নেতৃত্বে কয়েকজন সচিব কর্মচারীদের দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে জানান। এরপর মন্ত্রিপরিষদ সচিব তা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই অধ্যাদেশ পর্যালোচনায় গত ৪ জুন আইন উপদেষ্টাকে প্রধান করে একটি কমিটি করে সরকার। এই কমিটি দুটি সভা করলেও এখনো তাদের সুপারিশ দেয়নি।

আরএমএম/বিএ/এমএস