দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর থেকে খনির ১৩০৫ কোল ফেইজের মজুত শেষ হওয়ায় কয়লা উত্তোলন বন্ধ করা হয়।
Advertisement
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক জানান, ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষে আগস্টের প্রথম সপ্তাহে উত্তোলন শুরু হবে।
২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ফেইজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে।
১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন প্রায় দেড় মাস সাময়িক বন্ধ থাকবে। নতুন ফেইজ থেকে ৩ লাখ ৫০ হাজার টন কয়লা পাওয়া যাবে।
Advertisement
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুত রয়েছে। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটটি থেকে উৎপাদিত ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, খনির নতুন ফেইজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। নতুন ফেইজের উন্নয়ন কাজ শেষ হলে আগস্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলনের আশা করা হচ্ছে।
এমদাদুল হক মিলন/জেডএইচ/এমএস
Advertisement