রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে মো. সাগর (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হন।
Advertisement
রোববার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা মামাতো ভাই রাজিম ও প্রতিবেশী দেলোয়ার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকার আলিমুউদ্দিন ও তার লোকজন সাগরকে মারধর করেন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Advertisement
এমআরএম/জিকেএস