চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার নুরনগর হাউজিং সোসাইটির মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া থানার মাতাব্বর পাড়ার মৃত হাফিজ আহমদের ছেলে হানিফ (৩২) ও বোয়ালখালীর চরনদ্বীপ এলাকার নিজাম উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত দলের ব্যানারে নগরের বিভিন্ন স্থানে মিছিল করার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।
Advertisement
এমডিআইএইচ/ইএ/জিকেএস