খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাজেট ওয়ার্কিং গ্রুপের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রস্তাবিত বাজেটের আর্থিক অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়।
Advertisement
সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ওয়ার্কিং গ্রুপের সভাপতি প্রফেসর ডা. কামদা প্রসাদ সাহা।
জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতে ব্যয়ের জন্য ৯ কোটি টাকা চাহিদা দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রায় ৭ কোটি টাকার অনুমোদন দিয়েছে।
আরও জানা যায়, উপাচার্যের পদ শূন্য থাকায় কর্মরত চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীগণ দুই মাস যাবৎ বেতন ভাতা ও ঈদুল আজহার বোনাস পাননি। অফিস ভাড়াও বকেয়া রয়েছে। ভিসি না থাকায় নানান জটিলতায় স্থবির হয়ে রয়েছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
Advertisement
এ বিষয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক বলেন, প্রায় দুই মাস ধরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। তাদের বেতন ভাতা পরিশোধ এবং রাজস্ব খাতে ব্যয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত বাজেটের মধ্যে সাত কোটি টাকার আর্থিক অনুমোদন দিয়েছে।
তিনি আরও বলেন, ভিসি না থাকায় জটিলতা তৈরি হয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব শিগগির ভিসির শূন্য পদে নিয়োগ হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক আসমা খাতুন, সহকারী রেজিস্ট্রার মো. নুরুল মোমেন, সেকশন অফিসার মো. অনিক ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মোসা. জাকিয়া সুলতানা ও রেজিস্ট্রারের ব্যক্তিগত কর্মকর্তা মো. সাজিদ মাহমুদ।
আরিফুর রহমান/এফএ/জেআইএম
Advertisement