অর্থনীতি

সিঙ্গাপুর থেকে আসবে এক কার্গো এলএনজি, ব্যয় ৫৬৯ কোটি টাকা

দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের থেকে ৫৬৯ কোটি ২৯ হাজার ৩৬৩ টাকা ব্যয়ে এ এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’- অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৮-২৯ জুলাই ২০২৫ সময়ের জন্য ৩২তম) এলএনজি আমদানির প্রস্তাব উপস্থান করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এ এলএনজি কিনতে ব্যয় হবে ৫৬৯ কোটি ২৯ হাজার ৩৬৩ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১৩ দশমিক ৫২ মার্কিন ডলার।

জানা যায়, বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে তিনটি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে তিনটি এবং খাদ্য মন্ত্রণালয়ের থেকে একটি প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি পর্যালোচনা করে এ সাতটি প্রস্তাবই অনুমোদন দিয়েছে।

এর আগে গত ১৭ জুন অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (১৫-১৬ জুলাই ২০২৫ সময়ে ৩০তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জি থেকে এ এক কার্গো এলএনজি আমদানির ব্যয় ধরা হয় ৬১২ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৫৬০ টাকা। এ হিসেবে আগের তুলনায় এখন এক কার্গো এলএনজি আমদানিতে ৪৩ কোটি ৫৪ লাখ ৫ হাজার ১৯৭ টাকা কম ব্যয় হচ্ছে।

এমএএস/এমএএইচ/জেআইএম