দেশজুড়ে

সোনারগাঁয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ বিষাক্ত সাপের কামড়ে মো. শাকিল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা রূপনগর গ্রামে এ ঘটনা।

মো. শাকিল নীলকান্দা রূপনগর গ্রামের বাসিন্দা মুসা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের ঝোপ থেকে বেরিয়ে এসে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে আহত অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, সাপ কামড় দেওয়ার বিষয়টি বুঝতে পেরে তারা ওই যুবকের পায়ে রশি দিয়ে বেঁধে দেন। পরবর্তীতে এক স্থানীয় কবিরাজের পরামর্শে বাঁধন খুলে দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। এরপর তার শরীরে জ্বালাপোড়া শুরু হয়। পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মো. আকাশ/এমএন/এমএস