অর্থনীতি

এনবিআরে দ্বিতীয় দিনের মতো শাটডাউন চলছে

রাজস্ব ব্যবস্থার যৌক্তিক সংস্কারসহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শাটডাউন কর্মসূচি চলছে। গতকাল শনিবার এনবিআরসহ দেশের সব শুল্ক-কর কার্যালয়ে দিনভর পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হচ্ছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। তাদের দাবি, এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কার।

এদিকে আজ বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

রোববার (২৯ জুন) সকাল থেকে রাজধানীসহ সারাদেশে এ কর্মসূচি চলছে। আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়েছেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিষ্ঠানটির বাইরে র্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত আছেন। গতকালের মতোই প্রধান ফটক অবরুদ্ধ করে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন ‘এনবিআর আগে ব্যবসায়ীদের জ্বালিয়েছে, এখন পুরো জাতিকে জ্বালাবে’ এনবিআর সংকট নিরসনে সরকারকে দ্রুত আলোচনার টেবিলে চান ব্যবসায়ীরা

এনবিআর ভবন সংলগ্ন ফুটপাতে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। দুপুর ১টার দিকে এনবিআর ভবনের ভেতরে কর্মকর্তা ও কর্মচারীদের মিছিল করতে দেখা যায়। তারা ‘দফা এক দাবি এক, চেয়ারম্যানের পদত্যাগ’, ‘এই মুহূর্তে দরকার, এনবিআরের সংস্কার’ স্লোগান দিচ্ছেন।

গতকালও বিভিন্ন শুল্ক-কর কার্যালয় থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর, ঢাকা কাস্টম হাউজসহ দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে কাজ হয়নি। এর ফলে এসব স্টেশন থেকে শুল্ক-কর আদায় কার্যত বন্ধ হয়ে যায়।

এসএম/বিএ/জেআইএম