স্বাস্থ্য

বেসরকারিতে ডেঙ্গুর তিন পরীক্ষার মূল্য নির্ধারণ

বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান সমূহের জন্য ডেঙ্গুর তিন পরীক্ষার মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। সোমবার (৩০ জুন) এ সংক্রান্ত এক আদেশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা ওই আদেশে বলা হয়, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে নিম্নোক্ত হারে ডেঙ্গু রোগ নির্ণয়ের টেস্ট সমূহ করতে হবে। কোনোভাবেই বেশি মূল্য নেওয়া যাবে না।

পরীক্ষাগুলো হলো- NSI for dengue ৩০০ টাকা, IgG & IgM for Dengue ৩০০ টাকা ও CBC ৩০০ টাকা।

এসইউজে/এমআরএম