পার্বত্য খাগড়াছড়ির পানছড়িততে ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কায় মো.শিফাত (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র শিফাত পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মো.আবুল কাশেমের ছেলে এবং পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক অটোরিকশাটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।মুজিবুর রহমান ভুইয়া/এসএস/আরআইপি