দেশজুড়ে

ঝিনাইদহে ক্লিনিক মালিককে গুলি করে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা শহরে আনোয়ারা ক্লিনিকের মালিক নজরুল ইসলামকে (৪১) প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সস্ত্রাসীরা। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সাইভাঙ্গা মাঠে তাকে হত্যা করা হয়। নিহত নজরুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমানের ছেলে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুপুরে নজরুল ইসলাম বাড়ি খাবার খেতে আসেন। পরে তিনি মোটরসাইকেলযোগে হরিণাকুণ্ডু শহরে যাচ্ছিলেন। এ সময় তিনি তিওরবিলা গ্রামের সাইভাঙ্গা মাঠের মধ্যে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি ও পরে গলা কেটে হত্যা করে। জানা গেছে, ২০ বছর আগে নজরুল ইসলামের বাবা লুৎফর রহমানকেও একই কায়দায় হত্যা করে সন্ত্রাসীরা। চেয়ারম্যান লুৎফর হত্যা মামলায় ১৭ বছর সাজা খেটে তিওরবিলা গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে স্থানীয় ওল্টু বাহিনীর প্রধান ওল্টু জেল থেকে বের হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার পক্ষে ভোট করেন। পুলিশের ধারণা পূর্বশত্রুতা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জেরে ক্লিনিক মালিক নজরুলকে হত্যা করা হতে পারে। এদিকে ১৫ বছর আগে দায়ের করা একটি অপহরণ মামলায় আত্মসমর্পণ করে জেলে যান নিহত নজরুল। দুই মাস আগে তিনি জামিনে মুক্তি পেয়ে নৌকার পক্ষে ভোট করেন। পুলিশের ধারণা, তার বাবার হত্যাকারীরাই তাকে হত্যা করেছে। আলমডাঙ্গা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, ঘটনাস্থল আমার থানা থেকে অনেক দূরে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।  আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস