ক্যাম্পাস

বাকৃবির চাকরির আবেদন এখন থেকে অনলাইনে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চাকরিপ্রার্থীদের আবেদন প্রক্রিয়া এখন থেকে অনলাইনে পরিচালিত হবে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিবালয়ের সভাকক্ষে অনলাইনভিত্তিক আবেদন প্রক্রিয়ার (ইন্টিগ্রেটেড ই-ফরম সিস্টেম) উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. মঞ্জুর হোসেনসহ আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপাচার্য বলেন, এই উদ্যোগের মাধ্যমে সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম