বিনোদন

থার্টি ফার্স্ট নাইটের জন্য প্রস্তুত শতাধিক ডিজে (দেখুন ছবিতে)

কয়েক ঘণ্টা পড়েই বিদায় নিচ্ছে ২০১৪। শুরু হচ্ছে নতুন বছর ২০১৫। নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত তরুণ-তরুণীরা। থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে চলছে নানা রকম পরিকল্পনা। আর পরিকল্পনার কেন্দ্র বিন্দুতে রয়েছে ডিজে পার্টি। নতুন ইংরেজি বছরকে বরণ করে নিতে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে চলছে ডিজে পার্টি আয়োজনের প্রস্তুতি। রাজধানী স্বনামধন্য হোটেল, ক্লাব গুলোতে থাকছে জমকালো সব আয়োজন। এসব আয়োজনে অংশগ্রহণের জন্য বিভিন্ন মাধ্যমে বিক্রি হচ্ছে টিকিট। ডিজে পার্টিতে নাচ-গানের জন্য প্রস্তুতি নিচ্ছে ডিজেরাও। দেশের মধ্যে ডিজে রাহাত, ডিজে সনিকা, ডিজে জান, ডিজে পরী, ডিজে সুমি, ডিজে প্রিন্স, ডিজে জাদু, ডিজে ফারজানা, ডিজে মিরাজসহ শতাধিক ডিজে দেশের বিভিন্ন স্থানে পারফরম করবেন। এসব পার্টির মূল আকর্ষণ হচ্ছে সুন্দরী তরুণী ডিজে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঢাকায় সর্বাধিক শোতে অংশ নিচ্ছেন ডিজে পরী। র‌্যাডিসন, রিজেন্সি, অন্তর শোবিজ, উত্তরা ক্লাব, ক্যাডেট কলেজসহ প্রায় ১১টি শোতে এক ঘণ্টা করে পারফরম করবেন তিনি। ডিজে সনিকাও অংশ নিচ্ছেন একাধিক অনুষ্ঠানে। পাশাপাশি ফ্যাশন-শোগুলোতে থাকছে দেশী-বিদেশী মডেলদের বাহারি পোশাকের ক্যাটওয়াক। হোটেল রেডিসনে গ্র্যান্ড বলরুমে ‘সিম্ফনি অফ ২০১৫’ শীর্ষক জমকালো আয়োজনে পারফরম করতে যাচ্ছেন ডিজে সনিকা ও ডিজে পরী। এছাড়াও আছেন ডিজে রাহাত। তারা তিনজনই বাংলা, হিন্দি ও ইংরেজি হট গানই বাজাবেন। এখানে জমকালো ফ্যাশন শোতে অংশ নেবেন ইমি, হীরা ও জন। থাকছে লেজার, এলইডি এবং রোবোটিক ডান্স। গান গাইবেন জেফার, সায়রা ও স্কুল অফ নিলয়। এখানকার গোল্ড সিঙ্গেল ও কাপল টিকিট ৫০০০ টাকা। গোল্ড ডায়মন্ড টিকিটের মূল্য ৭০০০ টাকা। একই হোটেলের উৎসব হলে জোক এন্টারটেইনমেন্ট আয়োজন করেছে ‘জোক নাইট’। এখানে পারফরম করবেন ডিজে জান, ডিজে ওয়াহিদসহ কয়েকজন নারী ডিজে। ঢাকার ওয়েস্টিন হোটেলে হবে ‘রিসার্ভড’ শীর্ষক একটি পার্টির। এখানে পারফরম করবেন ডিজে প্রিন্স, ডিজে জাদু ও ডিজে ইকরাম। জমকালো ফ্যাশন শোতে অংশ নেবেন দেশের শীর্ষ নারী মডেলরা। পারফরম করবে বিভিন্ন ব্যান্ড। এখানকার টিকিট মূল্য ৫০০০ এবং ৮০০০ টাকা। রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে কমফোর্ট গ্রুপের আয়োজনে হবে চোখ ধাঁধানো ‘থার্টিফার্স্ট নাইট সেলিব্রেশন’। এখানে পারফরম করবেন ডিজে তান্নি। বিভিন্ন আইটেম গানে নাচবেন আলোচিত মডেল নায়লা নাঈম। সংগীত পরিবেশন করবেন আঁখি আলমগীর। টিকিট মূল্য ৫০০০ টাকা (সিঙ্গেল), ৭০০০ টাকা (ডিনারসহ), ১৫০০০ টাকা (ডিলাক্স রুমসহ)। এছাড়া থার্টিফার্স্ট নাইটে ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজন করা হয়েছে ‘রেড ভিন্টেজ’। এখানকার মূল আকর্ষণ হলেন ডিজে পরী। এছাড়াও থাকছেন ডিজে প্রিন্স, ডিজে লিটনসহ অনেকে। বনানীর হোটেল সেরেনায় ‘ব্ল্যাকআউট এনওয়াইসি ২০১৫’ শীর্ষক নিউ ইয়ার পার্টিতে পারফরম করবেন ডিজে ফারহানা ও ডিজে মেরাজ। ঢাকার বাইরেও শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে পারফরম করবেন ডিজে সুমি ও ডিজে মারুফ। ফুয়াং ক্লাবে হবে জমকালো পার্টি। তবে রাজধানীতে উন্মুক্ত স্থানে যে কোন ধরণের সমাবেশ ও অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ।