জাতীয়

ভোট আয়োজনে প্রশিক্ষণ পাবেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনকালীন সময়ে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিযুক্ত করা হয়। তাদের অনেক সময় ভোট বিষয়ে প্রশিক্ষণের অভাব থাকে। তাদের কীভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বুধবার (৯ জুলাই) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আরও পড়ুন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

তিনি জানান, আজ (বুধবার) ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কারো কারো ভোটের ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই জানতে পেরে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

এমইউ/এএমএ/এএসএম