টাঙ্গাইলে দুই অপহরণকারী আশরাফুল ইসলাম ও নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টাঙ্গাইল।এ ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টাঙ্গাইল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, ২০১৫ সালের ১০ আগস্ট গোপালপুর উপজেলার মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অপহরণ হয় মিতু খাতুন (১২)। এ ঘটনায় মিতুর বাবা মিন্টু মিয়া বাদী হয়ে গোপালপুর থানায় গত ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর মামলা করেন।এ মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৭ জানুয়ারি অপহৃত ছাত্রীকে উদ্ধার বা আসামিকে গ্রেফতার ছাড়াই শুধু আসামি আশরাফুলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। গত ১৩ এপ্রিল বাদী নারাজি আবেদন দেয়ায় পুলিশ অব ইনভেস্টিগেশন (পিবিআই) টাঙ্গাইল জেলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. আব্দুল হাই ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টাঙ্গাইল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলাল হোসেন এর সার্বিক সহায়তায় গত ৫ জুন নারায়নগঞ্জের পাগলা নয়ামাটি এলাকা থেকে আসামি আশরাফুলকে গ্রেফতার ও অপহৃত মিতু খাতুনকে উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামি আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে অপহৃত মিতু খাতুন অপহরণে সহায়তার জন্য নজরুলকে কালিহাতী উপজেলার বিলপালিমা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।আরিফ উর রহমান টগর/এফএ/এবিএস