বিনোদন

রেজাল্টকে কাগজের টুকরা বললেন জোভান

চলতি বছরের দেশের সবকটি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল ভালো করা ও মন্দ করা শিক্ষার্থীদের নিয়ে বিভিন্নজন সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের স্ট্যাটাস দিচ্ছেন। অনেকেই ফলাফল খারাপ করা শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে না পড়ার জন্য পরামর্শ দিচ্ছেন। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানও তার সোশ্যাল মিডিয়ায় এবারের ‘এসএসসি’র ফলাফল নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

জোভান তার স্ট্যাটাসে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টকে একটি কাগজের টুকরার সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসি ফল এরই মধ্যে প্রকাশ হয়েছে।’

জোভানের এ স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীরাও সহমত প্রকাশ করেছেন। ফারিহা নামের একজন জোবানের স্ট্যাটাসের মন্তেব্যে লিখেছেন, ‘হাসিনার আমলেই ভালো ছিলাম! হয় এ-প্লাস না হয় অটো পাস।’ সাব্বির নামের একজন লিখেছেন, ‘এই এক টুকরা কাগজেই অনেকের ভবিষ্যৎ লেখা হয়ে যায়।’

ফারহান আহমেদ জোভান। ছবি: অভিনেতার ফেসবুক থেকে নেওয়া

২০২৫ সালের এসএসসি ও সমমানের পাসের হার গড়ে ৬৮.৪৫ শতাংশ। এবারের পাসের হার তুলনামূলক কম। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে।

আরও পড়ুন ফরিদা পারভীনকে দেখতে আইসিইউতে ভিড় না করার আহ্বান  প্রথমবার একসঙ্গে গাইলেন মা-মেয়ে 

জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।

এমএমএফ/জিকেএস