টানা গত চার দিনের বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। ফলে একযোগে চালু করা হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
তিনি জাগো নিউজকে জানান, বুধবার (৯ জুলাই) রাত ৮টায় সব ইউনিট একসঙ্গে চালু করা হয়েছে। যা হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে সর্বমোট ২১২ মেগাওয়াট।
তিনি আরও জানান, ইউনিট মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট হতে ৯২ মেগাওয়াট এবং ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট হতে (প্রতিটি ৪০ মেগাওয়াট করে) একশ ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বেশ কয়েকদিন ধরে রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। ফলে কাপ্তাই হ্রদে ঘণ্টায় ঘণ্টায় পানি বাড়ছে। এতে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বাড়ছে।
তারা আরও জানান, বুধবার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট এমএসএল। রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদের পানি থাকার কথা ৮৫.২৮ ফুট এমএসএল। তবে হ্রদের পানি ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৮ ফুট এমএসএল।
আরমান খান/এএইচ/জিকেএস