দেশজুড়ে

মানিকগঞ্জে নিজের গাড়িতে ট্রাক মালিক খুন

মানিকগঞ্জে নিজের চলন্ত গাড়িতে খুন হয়েছেন আব্দুল মজিদ (৫২) নামে এক ট্রাক মালিক। তার বাড়ি সাভারের আশুলিয়া থানার খেরুয়া এলাকায়। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই ট্রাকের চালক ও সহকারী।নিহত আব্দুল মজিদের ছেলে মো. রাজিব জানান, তার বাবা দুটি ট্রাকের মালিক। ঢাকা মেট্রো -ট-০২-০১১১ নম্বর গাড়িটিতে তার বাবা সব সময় চালকের সঙ্গে থাকতেন। সোমবার রাতে সাভার পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় থেকে বৈদ্যুতিক মালামাল নিয়ে গোপালগঞ্জের পথে রওনা হয় ট্রাকটি। এ সময় প্রতিদিনের মতো চালক ও তার সহযোগীর সঙ্গে মালিক মজিদও ছিলেন।এদিকে রাত ২টার দিকে অজ্ঞাত এক নারী মজিদের বাড়িতে ফোন দিয়ে জানান চালকের সঙ্গে মালিকের হাতাহাতি হয়েছে। তার অবস্থা ভাল নয়। গাড়িসহ তিনি মানিকগঞ্জে আছেন। ফোনের সূত্র ধরেই মজিদের ছেলে রাজিব কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ডে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে দেখতে পান।এ সময় ট্রাকটির ইঞ্জিন চালু এবং ভেতরে গান বাঁচতে ছিল। গুরুতর আহত মজিদকে ট্রাকের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।রাজিব জানান, টাকা-পয়সা লেনদেন নিয়ে এর আগে তার বাবার সঙ্গে চালক জহিরুলের মারামারির ঘটনা ঘটেছিল। এতে রডের আঘাতে তখন জহিরুল মাথায় আঘাতপ্রাপ্ত হন। এর জের ধরেই চালক ও তার সহযোগী তার বাবাকে খুন করে পালিয়েছে বলে তার ধারণা।মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে চালক ও তার সহযোগীসহ আরো কেউ জড়িত ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।বি.এম খোরশেদ/এসএস/এবিএস