নাটোরের বনপাড়া খ্রিস্টানপল্লীতে ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডের ঘটনায় আটক ট্রাকচালক আবদুল্লাহ আল মামুন সবুজকে দুই দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন এর আদালতে রিমান্ড শুনানী শেষে বিচারক আটক সবুজের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার বিকেলে আটক সবুজকে সুনীল গোমেজ হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার দেখিয়ে ওইদিন বিকেল ৪টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিনের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সবুজের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এ বিষয়ে বড়াইগ্রাম আমলি আদালত-৪-এর কোর্ট উপ-পরিদর্শক (সিএসআই) নবীর উদ্দিন বলেন, বনপাড়ার খ্রিস্টানপল্লীর মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে আবদুল্লাহ আল মামুন সবুজ জিজ্ঞাসাবাদের সময় ডিবি পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সুনীল হত্যাকাণ্ডে আরো তথ্য পাওয়া যেতে পারে, সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষ আটক সুবজের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আসামি এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মামলার তদন্ত কর্মকর্তাসহ সিআইডির ইন্সপেক্টর এবং ঢাকার এসবি ব্রাঞ্চের দুই সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছে।রেজাউল করিম রেজা/এফএ/এবিএস