লক্ষ্মীপুরের কমলনগরে খাদ্য অধিদফতরের উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য অফিস প্রাঙ্গণে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহা্মেদ শামছুল আলম।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক ভূঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. গিয়াস উদ্দিন, চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশিদ, সোনালী ব্যাংক কমলনগর শাখার ব্যবস্থাপক মো. সোয়াইব হোসেন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোনায়েম হোসেন তারেক প্রমুখ।প্রসঙ্গত, কমলনগরের চরলরেন্স ও চরমার্টিন ইউনিয়নের নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ২৩ টাকা মূল্যে ধান ক্রয় করছে সরকার। এ উপজেলা থেকে ২৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। চলতি মৌসুমে কমলনগরে ১৪০ হেক্টর জমিতে এ ধানের উৎপাদন হয়েছে।কাজল কায়েস/এসএস/এবিএস