দেশজুড়ে

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করলো ছাত্রলীগ

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থী ও দলীয় নেতাদের মাঝে বিনামূল্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী তারেক আজিজ জনি তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও দলীয় নেতাদের মধ্যে ৫০টি বই বিতরণ করেন। মঙ্গলবার (৭ জুন) দুপুরে ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ‘বঙ্গবন্ধুকে জানো’ স্লোগানে শিক্ষাপ্রতিষ্ঠানে এ বই বিতরণ কর্মসূচি হাতে নেন।জানা গেছে, বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও আদর্শকে শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়ে ছাত্রলীগের পক্ষ থেকে অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এজন্য গত এক সপ্তাহে চরলক্ষ্মী জনতা উচ্চ বিদ্যালয়, রাখালিয়া উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও দলীয় নেতাদের মাঝে ৫০টি বই বিতরণ করা হয়।চরমোহনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও উপজেলা কমিটির সভাপতি প্রার্থী তারেক আজিজ জনি বলেন, নতুন প্রজম্মের কাছে বাংলাদেশ ও স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা জানান দিতেই জেলা ছাত্রলীগের সভাপতির নির্দেশে অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।কাজল কায়েস/এফএ/এবিএস