রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে, তবে বিকেলের দিকে বৃষ্টি ধীরে ধীরে কমে আসতে পারে।
মঙ্গলবার (১৫ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, মৌসুমি নিম্নচাপের ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ঢাকায় বিকেল থেকে বৃষ্টি কমতে পারে। তবে একদম কমে যাবে না। ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে।
আরও পড়ুন:
১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস স্থল নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, থাকবে আরও ৩ দিনআবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, বর্ষাকালে যখন কোন লঘুচাপ সৃষ্টি হয়, এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হয়। তাপমাত্রা কমে যায়, গরম কমে যায়। এখন যে বৃষ্টি হচ্ছে এটা সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে।
তিনি বলেন, নিম্নচাপটি স্থলভাগের ওপর অবস্থান করায় এর প্রভাব ধীরে ধীরে কমে আসবে।
এদিকে, আগামীকাল বুধবার ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টি কমতে পারে। বাকি ৫ বিভাগে বৃষ্টিপাত বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। এসময় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার।
আরএএস/এসএনআর/এমএস