অর্থনীতি

তারল্য ও ঋণপ্রবাহে গতি বাড়াতে কমলো নীতি সুদহার

বাজারে তারল্যপ্রবাহ নিশ্চিত করা এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার (রেপো রেট) কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ সিদ্ধান্ত আগামীকাল বুধবার (১৬ জুলাই) থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগ জানিয়েছে, তারল্য ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে এবং ঋণ সুবিধা সহজ করতে নীতি সুদহার ৮ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণগ্রহণে সুদের হার কমবে, ফলে বাজারে অর্থ সরবরাহ আরও সহজ হবে।

আরও পড়ুন বাজারে দরপতন, বেশি দামে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

এই হ্রাস প্রক্রিয়াকে বিশ্লেষকরা বাংলাদেশ ব্যাংকের ‘সম্প্রসারণমূলক মুদ্রানীতির পদক্ষেপ’ হিসেবে দেখছেন। যার মাধ্যমে অর্থনীতিতে বিনিয়োগ ও ভোগ উৎসাহিত করার পরিবেশ সৃষ্টি হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার আগের মতো ১১ দশমিক ৫০ শতাংশে বহাল থাকবে। এছাড়া ওভারনাইট রেপো রেটও ১০ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এ সিদ্ধান্তের ফলে মুদ্রানীতির প্রভাব দ্রুত বাজারে প্রতিফলিত হবে এবং বেসরকারি খাতে বিনিয়োগ ও ঋণপ্রবাহে নতুন গতি আসবে।

ইএআর/এমকেআর/এএসএম