জাতীয়

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৯৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৭১৫ জন। বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৮১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৭১৫জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৭৯৬ জনকে।

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে এলজি ১টি, বিদেশি পিস্তল ২টি, একনলা বন্দুক ৪টি, দোনলা বন্দুক ১টি, দেশীয় ওয়ান সুটারগান ৩টি, রিভলভার ১টি, ওয়ান সুটারগান ১ টি, রিভলভারের গুলি ২১ রাউন্ড, গুলির খোসা ২২টি, গুলি ২৭ রাউন্ড, ম্যাগজিন ২টি, কার্তুজ ১৬ রাউন্ড, কার্তুজের খোসা ২০টি ও বার্মিজ চাকু ১টি।

কেআর/এমআইএইচএস/জেআইএম