দেশজুড়ে

ঘরে ঢুকে শিক্ষককে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে হাজী আবু সাইদ নুরু মাস্টারকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে নিহতের নিজ ঘরে এ খুনের ঘটনা ঘটে। নুরু মাস্টার সরকারি প্রাথমকি বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নুরু মাস্টার নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে ভেতরে গিয়ে তার মাথায় কুপিয়ে হত্যা করে। তার দুই ছেলে ঢাকায় এবং মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। ঘটনার সময় স্ত্রীও পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখতে পায়। পরে ঘরের ভেতর গিয়ে রক্তাক্ত স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে যান। খবর পেয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিন খান ও উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়েছেন।নিহত নুরু মাস্টারের ভাতিজা মো. শাজাহান মিয়া বলেন, গত ১৫ বছর আগে তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ভাঁসিয়ে দেয়া হয়েছিল। হত্যা মামালার আসামিরা এখন জামিনে রয়েছে। গতকাল মঙ্গলবার খালি বাড়ি পেয়ে দুর্বৃত্তরা আমার বড় চাচা আবসরপ্রাপ্ত শিক্ষক হাজী নুরু মাস্টারকেও কুপিয়ে হত্যা করেছে।মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে ঘরে চোর প্রবেশ করলে নুরু মাস্টার তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এছাড়া তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া বলে তিনি উল্লেখ করেন।এফএ/এবিএস