রাজনীতি

জুলাইয়ের গানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি সংগীত-দেশাত্মবোধক ও জুলাই আন্দোলনের গানে মুখর হয়ে উঠেছে জামায়াত ইসলামীর সমাবেশ।

সকাল ১০টা থেকে শুরু হয় জামায়াতের সাংস্কৃতিক পরিবেশনা। এরপর থেকেই মাইকে ভেসে আসছে ইসলামি ভাবধারার গান, দেশাত্মবোধক গান, রাজশাহী অঞ্চলে ভাওয়াইয়া ও বিভিন্ন স্লোগান।

সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠী, মহানগর শিল্পী গোষ্ঠীসহ দেশের বিভিন্ন ইসলামি গান ও নাটকের শিল্পী গোষ্ঠী।

এদিকে সমাবেশস্থলে অংশ নিতে আসা নেতাকর্মীরা তাল মেলান সেই গানের সঙ্গে। কেউ গলায় জাতীয় পতাকা জড়িয়ে, কেউ দলের পতাকা হাতে তাকবির ধ্বনি দিচ্ছেন।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রথম পর্ব। এখন চলছে সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উঠে আসতে পারে।

জানা গেছে, বাংলাদেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দলকেই সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

সমাবেশস্থলে ওজু ও টয়লেটের ব্যবস্থা আছে। আছে নামাজের ব্যবস্থাও। স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার পাশাপাশি আছে মেডিকেল বুথ। সড়কে বিভিন্ন স্পটে আছে অ্যাম্বুলেন্সও। দলটি নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছে।

আরএএস/এমআরএম/এএসএম