সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ হচ্ছে আজ। এতে অংশ নিতে গাবতলী দিয়ে প্রবেশ করছে দলটির নেতাকর্মীদের বহন করা শতশত যানবাহন।
মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর, কুড়িগ্রাম, বগুড়া, নওগাঁ ও টাঙ্গাইল থেকে শতশত যানবাহন গাবতলী দিয়ে প্রবেশ করছে।
ঢাকা মহানগর উত্তর গাবতলী এলাকায় অভ্যর্থনা কক্ষ স্থাপন করেছে জামায়াতে ইসলামী। সেখান থেকে ঢাকার বাইরে থেকে আসা লোকজনকে অভ্যর্থনা জানানো হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) ফজরের নামাজের পর থেকেই শুরু হয় এ কার্যক্রম।
ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জামায়াত নেতা মোহাম্মদ মিজানুল হক বলেন, গতরাত থেকে আমরা দায়িত্ব পালন করছি। শতশত গাড়ি প্রবেশ করছে। সকাল ১০টা নাগাদ ৩০০ গাড়ি প্রবেশ করেছে, এরপর আর গোনা সম্ভব হয়নি। দেশের উত্তর ও দক্ষিণের কিছু জেলা থেকে বহু লোক এসেছেন সমাবেশে অংশ নিতে।
তবে গাবতলী বাস টার্মিনালে তেমন জটলা নেই। শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন দলটির সেচ্ছাসেবকরা।
এমওএস/এসএনআর/এএসএম