ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে টাঙ্গাইল থেকে ২৮৮টি বাসে যাত্রা করেছেন নেতাকর্মীরা। এছাড়াও ট্রেন, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং পিকআপেও যাচ্ছেন অনেকে।
শনিবার (১৯ জুলাই) নেতাকর্মীরা ঢাকার পথে রওয়ানা হন।
জেলা জামায়াতের নেতারা জানান, শনিবার সকালে সমাবেশে যোগ দিতে জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের নেতৃত্বে গাড়ি বহরগুলো রওনা হয়। এর মধ্যে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং পিকআপে করে প্রায় ৪০০ গাড়ির বহর রওনা হয়। এতে জেলার ১২টি উপজেলার ৩৪ হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন।
এছাড়াও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু হয়ে বিভিন্ন জেলার মানুষ ঢাকায় যাচ্ছে।
জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, এই সমাবেশে টাঙ্গাইলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ইতোমধ্যে বেশিরভাগ গাড়ি ঢাকায় পৌঁছেছে।
আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম