রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ছোট ছোট দলে জোহরের নামাজ আদায় করেছেন জামায়াতের নেতাকর্মীরা। মূলমঞ্চে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের ইমামতিতে নামাজ আদায় করেন কেন্দ্রীয় নেতারা।
শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় জামায়াতের জাতীয় সমাবেশের আনুষ্ঠানিকতা। এরপর ইসলামি ভাবধারর সংগীত ও জুলাই গণঅভ্যুত্থানের গান পরিবেশন করা হয়।
দুপুর ১টা ২০ মিনিটের দিকে নামাজের বিরতি দেওয়া হয়। দলের পক্ষ থেকে আজান শেষে মূলমঞ্চ এবং উদ্যানের মাঠে ছোট ছোট দলে নামাজ আদায় করেন দলের নেতাকর্মীরা।
নামাজের আগে সোহরাওয়ার্দী উদ্যানের লেকের পানিতে ওজু করেন তারা। এছাড়া কয়েক জায়গায় পানির ব্যবস্থা করা হয়। তবে পানির সংকুলান না হওয়ায় অনেকে তায়াম্মুম করে নামাজ আদায় করেন।
এএএম/বিএ/এএসএম