রাজনীতি

সমাবেশের মঞ্চে জামায়াতের নাটক

আওয়ামী লীগের ডামি নির্বাচন ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানের স্মৃতি, ছাত্র আন্দোলন ও স্লোগান নিয়ে নাটক মঞ্চায়ন করা হয়।

শেখ হাসিনার পলায়ন দৃশ্যও নাটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাটকে অভিনয় করেছেন সাইমুম শিল্পী গোষ্ঠী, সমন্বিত সাংস্কৃতিক সংসদ, মহানগর শিল্পী গোষ্ঠীসহ দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ মঞ্চে ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান ও কবিতায় মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

জামায়াত নেতাকর্মীদের উজ্জীবিত করতে জুলাইয়ের বিভিন্ন স্লোগান ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস উঠে আসে। গানে গানে স্মরণ করা হয় শহীদদের।

আরএএস/এমআরএম/এমএস