রাজনীতি

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে

শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা সরকারের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আপনারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবেন। ২ হাজার মায়ের সন্তান দেশের জন্য আজকে জীবন দিল, আপনারা খুনিদের বিচার দ্রুত করুন। বিচার নিয়ে আমাদের সঙ্গে কোনো টালবাহনা করবেন না।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এক আবেগঘন বক্তব্যে জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

আলভির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল আজকে ফ্যাসিবাদীর দোসরদের পুনর্বাসন করছে।

তিনি অভিযোগ করেন যে, তার ছেলের হত্যাকাণ্ডে মামলা করা হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেফতার করছে না। তিনি বলেন, হাসিনার আমলে যে পুলিশ নিয়োগপ্রাপ্ত ছিল, যারা চাকরিতে ছিল তারা এখন পর্যন্ত চাকরি করছে। তারা কীভাবে আমাদের সেই হত্যাকারীদের ধরবে?

তিনি পুলিশের কার্যক্রমে হতাশা ব্যক্ত করে বলেন, আসামিদের ধরার কথা বললে তারা যাচ্ছি, যাবো বলে টালবাহানা করছে।

আলভির বাবার মতে, আমি মনে করছি এগুলো সব সরকারের টালবাহানা এবং সরকারের অবহেলা। আমি শহীদদের বিচার এবং জুলাই সনদ দ্রুত ঘোষণার আহ্বান জানাচ্ছি।

আলভির বাবা বলেন, আমার ছেলে গত আগস্টের ৪ তারিখ মিরপুর-১০ নাম্বারে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। অত্যন্ত দুঃখের বিষয় আজ একটি বছর অতিবাহিত হলো। আমরা এখন পর্যন্ত বিচারের ন্যূনতম কিছু দেখতে পাচ্ছি না।

এএএম/এসএনআর/জেআইএম