জাতীয়

রাজধানীর সড়কে গণপরিবহন সংকট, দাপট অটোরিকশার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীর সড়কে দেখা দিয়েছে গণপরিবহন সংকট। ফলে দূর-দূরান্ত থেকে আগত নেতাকর্মী ও কর্মমুখী মানুষের চলাচলে দাপট বেড়েছে ব্যটারিচালিত অটোরিকশার।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে গণপরিবহন সংকটের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে অংশ নিতে ছুটে এসেছেন জামায়াতের নেতাকর্মীরা। নির্ধারিত স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে এবং অটোরিকশায় করে সমাবেশস্থলে যাচ্ছেন মানুষ। এছাড়াও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে কর্মমুখী মানুষের উপস্থিতিও দেখা গেছে। সড়কে গণপরিবহন কম থাকায় এসব কর্মমুখী মানুষদের অটোরিকশা ব্যবহার করতেও দেখা যায়।

এদিকে গণপরিবহন সংকট থাকায় সাধারণ মানুষের চলাচলে দীর্ঘ ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে রিকশাচালকদের বিরুদ্ধে।

রাজধানীর বাংলামোটর থেকে পল্টনগামী যাত্রী মোর্শেদ বলেন, রাস্তায় কোনো গাড়ি নেই। টুকটাক যেসব গাড়ি চলছে সেগুলোও রাস্তা বন্ধের কারনে যানজটে দাঁড়িয়ে আছে। এখন আর কী করার? যেতে তো হবেই। তাই বেশি ভাড়া দিয়ে রিকশা নিতে হলো।

সাব্বির হোসেন নামের আর একজন বলেন, রাস্তায় শুধু মানুষ আর মানুষ। কোনো গাড়ি নেই। গাড়ি না থাকার কারণে রিকশায় যে ভাড়া ৪০ টাকা সেই ভাড়া ৮০ টাকা দিতে হচ্ছে। এখন রিকশা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। তাই ভাড়া বেশি হলেও বাধ্য হয়ে যেতে হচ্ছে।

এদিকে রিকশাচালক দুলাল হোসেন বলেন, বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ। ভেতরের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তাই ভাড়া একটু বেশি।

কেআর/এএমএ/এমএস