দেশজুড়ে

সাত কোটি টাকায় সংস্কার হচ্ছে সেন্টমার্টিনের জরাজীর্ণ জেটি

সেন্টমার্টিনে সাত কোটি টাকা ব্যয়ে পুরাতন জেটি সংস্কার শুরু হয়েছে। জেটির কাজ পুরোপুরি সম্পন্ন হলে দ্বীপের বাসিন্দাসহ পর্যটকদের দুর্ভোগ কমবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ে জেটির বিভিন্ন অংশ ভেঙে পড়ে। তবুও জরাজীর্ণ এ জেটিতে মানুষ ব্যবহার করে। গত ১১ বছর জেটিতে বড় ধরনের কোনো সংস্কার কাজ হয়নি। তাতে জেটিটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।

২০০২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৪ কোটি ব্যয় ৩৫০ মিটার দৈর্ঘ্য জেটিটি নির্মাণ করে। সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় কক্সবাজার জেলা পরিষদকে।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি ছিল জেটির সংস্কার। সেন্টমার্টিন পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্থান। প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে বেড়াতে আসে।

ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিনিধি মো. আলী হায়দার বলেন, ‘সেন্টমার্টিনের জেটির সংস্কার কাজ ২ এপ্রিল শুরু হয়। এ কাজের ব্যয় ৬ কোটি ৯৬ লাখ টাকা। নতুনভাবে জেটিতে ৭০টি পিলার রেলিং, লোহার পরিবর্তে লাগানো হবে স্টিলের অবকাঠামো, দুটি সিঁড়িসহ আরও অন্যান্য কাজ।’

তিনি আরও বলেন, ‘পুরাতন জেটি পুরোপুরি ভাঙা হবে না। জেটি আরও আধুনিক ও মজবুত করতে এ সংস্কার কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে জেটির কাজ সম্পন্ন হবে। সংস্কারের ফলে জেটি আরও মজবুত ও আধুনিক হবে।’

জাহাঙ্গীর আলম/আরএইচ/জেআইএম