কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং-শামলাপুর সড়কে অটোরিকশাচালক পাবেল চাকমা অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পাহাড়ি ডাকাতদলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- চকরিয়ার বাসিন্দা আব্বাস উদ্দিন, সাকিববুল ইসলাম, ফরহাদ মিয়া, মো. রবিউল হোসেন ও মো. তাওসিফ।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) দুর্জয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ে অবস্থানকালে সুযোগ বুঝে ডাকাত ও অপহরণকারী দলের ৫ সদস্য গাড়িযোগে চলে যাওয়ার জন্য ১৯ জুলাই রাতে বাহারছড়ার লামার বাজার মেরিন ড্রাইভের পুলিশ চেকপোস্ট সংলগ্ন সৈকত কাউন্টারের সামনে অবস্থান করছেন।
এ তথ্যমতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের সদস্যরা তাদের আটক করে। পরে তাদের দেখানো মতে পাহাড়ি এলাকা থেকে ১টি দেশীয় পাইপ গান, ৩টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ১৮ জুলাই হোয়াইক্যং- শামলাপুর সংযোগ সড়কের ঢালায় পাবেল চাকমা নামে এক অটোরিকশাচালককে অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তারা সরাসরি জড়িত বলে স্বীকার করেন। সেই সঙ্গে অপহরণের শিকার পাবেল চাকমা আটক ৫ ডাকাতকে শনাক্ত করেছেন।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/জিকেএস