চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উজিরপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার উজিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো উত্তর উজিরপুর মাঝাপাড়ার গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১টার দিকে আব্দুল আলিম নামের এক শিশু পানিতে ডুবে যায়। মীম আক্তার নামের একজন সহপাঠী তাকে বাঁচাতে গেলে সেও ডুবে মারা যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।
সোহান মাহমুদ/এসআর/জেআইএম