দেশজুড়ে

এনসিপি বিরোধী মিছিলে হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃত্যু

কক্সবাজারে বিএনপির গণমিছিলে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সৈয়দ নুর (৬২) নামের এক বিএনপি নেতা।

রোববার (২০ জুলাই) বিকেলে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

সৈয়দ নুর সদরের পিএমখালী এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদল নেতা সাইফুর রহমান নয়ন বলেন, ‌‘কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের ডাকে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিএনপি গণমিছিলের আয়োজন করে। পূর্ব নির্ধারিত সময়ের আগে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয় এলাকায় জড়ো হন। মিছিল শুরুর আগে নেতারা বক্তব্য রাখেন। কাজল ভাইয়ের আগে নুর ভাই বক্তব্য দেন। এরপর মিছিল শুরু হওয়ার প্রাক্কালে তিনি হঠাৎ ঢলে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দ নুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। সৌদি আরব থেকে এক শোকবার্তায় তিনি বলেন, সৈয়দ নুর ছিলেন আমাদের দলের পরীক্ষিত, সাহসী ও নিবেদিতপ্রাণ কর্মী। দলের কঠিন সময়ে তিনি ছিলেন অগ্রভাগের লড়াকু সৈনিক। তার এ অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, ‘গতকাল এনসিপি নেতা নাসীরুদ্দীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদে গণমিছিলের আয়োজন করা হয়। আমাদের দলের মিছিল শুরুর প্রাক্কালে দলের নিবেদিতপ্রাণ সৈয়দ নুর ভাই ইন্তেকাল করেছেন। এ শূন্যতা আমাদের পীড়া দিচ্ছে।’

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস