কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২০ জুলাই) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য হলেন- বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এ মামলায় তদন্তের জন্য আরও দুই মাস সময় আবেদন করেন তিনি। পরে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল।
এর আগে গত ২০ আগস্ট কক্সবাজার-৪ আসনের সাবেক এই এমপিকে গ্রেফতার করে র্যাব। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
জানা গেছে, ২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর একরামুল। তিনি ১২ বছর টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় একটি অডিও রেকর্ড ভাইরাল হয়। যার কারণে দেশজুড়ে ব্যাপক তোলপাড় দেখা দিয়েছিল। সম্প্রতি ওই হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা হিসেবে নথিভুক্ত হয়।
এফএইচ/এএমএ