জাতীয়

এনআইডি সংশোধনের আবেদন করা যাবে ৬ বার

কোনো ব্যক্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করলে তা বাতিল হতে পারে। তবে তিনি মোট ছয়বার আবেদন করতে পারবেন।

সোমবার (২১ জুলাই) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান।

একজন ব্যক্তি কতবার এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চারটা ক্যাটাগরিতে চারবার, তারপর সচিবের কাছে আপিল, তারপর কমিশনের কাছে আবেদন করা যেতে পারে। তার মানে ছয়বার করা যাবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডি সংশোধন আবেদন জটিলতার ধরন অনুযায়ী চারটি ক্যাটাগরিতে ভাগ করে নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে উপজেলা কর্মকর্তা, জেলা কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি ডিজি ক্যাটাগরিগুলো নিষ্পত্তি করেন। কোনো পর্যায়ে সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে আবেদনকারী পরের ধাপগুলো অবলম্বন করতে পারেন। এনআইডি ডিজির পর ইসি ও কমিশনের কাছে আপিল করা যায়।

এমওএস/এএমএ/এমআরএম