দেশজুড়ে

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের শান্তিগঞ্জে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার মদনপুর এলাকায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢুলপশি গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৫), কাদিরপুর ধল গ্রামের হাসান আলীর মেয়ে হুমায়রা বেগম (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দিরাই থেকে সুনামগঞ্জে ছেড়ে আসা একটি লেগুনার সঙ্গে দিরাইদিরাইগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশাচালক। পড়ে স্থানীয়রা অন্য আরও ৭ যাত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, লেগুনা-অটোরিকশা সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

লিপসন আহমেদ/জেডএইচ/জেআইএম