যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সঙ্গে আগামী ২৯ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় সভা করবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তবে এই সভাটি অনলাইন বা ফিজিক্যালি যে কোনোভাবেই হতে পারে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানান বাণিজ্য সচিব। এর আগে অবশ্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেছিলেন, ইউএসটিআরের সঙ্গে শুক্রবার অনলাইনে একটি বৈঠক হতে পারে।
বাণিজ্য সচিব মাহবুবুর বলেন, ‘শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে সভা শুক্রবার নয়, আগামী ২৯ জুলাই হবে। সভাটি অনলাইন কিংবা ফিজিক্যালি যে কোনোভাবে হতে পারে। এমনটি ইউএসটিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবারের মিটিংয়ে বিষয়ে তারা কিছু জানায়নি।’
আরও পড়ুনশুক্রবার অনলাইনে বৈঠক: শেষ মুহূর্তেও যুক্তরাষ্ট্রের আমন্ত্রণের অপেক্ষায় বাংলাদেশ৩৫ শতাংশ পাল্টা শুল্কের তৃতীয় দফার আলোচনার জন্য বারবার যুক্তরাষ্ট্রে গিয়ে মিটিংয়ের সময় চেয়ে অপেক্ষা করছিল বাণিজ্য মন্ত্রণালয়। বেশ কিছু সভা-সেমিনার যুক্তরাষ্ট্রকে কোন কোন বিষয়ে সুবিধা দেওয়া হবে তা ইতোমধ্যেই ইউএসটিআরকে জানানো হয়েছে।
এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাওয়ার সর্বাত্মক প্রস্তুতি নিয়েও রেখেছে।
বৃহস্পতিবার দুপুরে শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো কাজ করা হবে না। একই সঙ্গে শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি অনলাইন হতে পারে। তার ওপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তি কার্যক্রম নির্ধারণ করবো।
এনএইচ/বিএ/জেআইএম