সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭১ জন।
Advertisement
শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
আরও পড়ুন ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত ওসি হয়েও আমার কম দামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই!তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫৭১ জন। আলোচ্য সময়ে মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৬২০ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে বিদেশি ওয়ান শুটারগান একটি, শটগানের কার্তুজ ২ রাউন্ড, পিস্তলের গুলি ২ রাউন্ড, চাকু একটি ও লোহার তৈরি দেশীয় পাইপগান একটি।
Advertisement
কেআর/কেএসআর/জিকেএস