দেশজুড়ে

কুয়াকাটায় জোয়ারে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলেরা

কুয়াকাটায় জোয়ারে ভেসে যাচ্ছিলেন পর্যটক, উদ্ধার করলেন জেলেরা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে উত্তাল ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন কুয়াকাটায় বেড়াতে আসা এক পর্যটক। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠান।

Advertisement

শুক্রবার (২৫ জুলাই) সকালে হোটেল সী-ভিউ সংলগ্ন সৈকতে এই ঘটনা ঘটে।

আহত ওই পর্যটকের নাম তানভীর (৩০)। তিনি ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭-৮ জন বন্ধু মিলে কুয়াকাটা বেড়াতে আসেন। গোসলে নেমে উত্তাল ঢেউয়ে সাগরের গভীরে চলে যান তিনি।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রিয়াজ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে বেশ কয়েকজন পর্যটক মিলে একজনকে অসুস্থ অবস্থায় নিয়ে এসেছেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পানিজনিত সমস্যা পাওয়া গেছে।

Advertisement

প্রত্যক্ষদর্শী সৈকতের চিত্রগ্রাহক মো. মেশকাত বলেন, সৈকতে অনেক পর্যটক গোসল করেন। এরমধ্যে একজনকে আমরা তলিয়ে যেতে দেখি। তাৎক্ষণিক সামনে থাকা জেলেদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। পরবর্তীতে তাকে হাসপাতালে পাঠাই। সাগর থেকে তোলার সময় তিনি অসুস্থ ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ তাপস জানান, জেলেদের কাছে জেনে আমরা হাসপাতালে খোঁজ খবর নিয়েছি। এখন ওই পর্যটক সুস্থ রয়েছেন। তবে আমাদের সদস্যরা খোঁজখবর নিতে তাদের হোটেল শনাক্ত করতে ও বর্তমান অবস্থা জানতে কাজ করছে।

আসাদুজ্জামান মিরাজ/এমএন/জিকেএস

Advertisement