জাতীয়

পটিয়ায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

পটিয়ায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় উপজেলার কচুয়াই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার মো. কামাল উদ্দিনকে (৪৬) গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ রয়েছে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এএমএ/এএসএম

Advertisement