চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর।
শুক্রবার (২৫ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহত কিশোরের পরিচয় মেলেনি।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী ডাউন রেললাইনের ওপর একটি ট্রেনের ধাক্কায় ওই কিশোরের মৃত্যু হয়। তার পরনে অ্যাশ রঙের ফুল প্যান্ট, গোলাপি রঙের স্যান্ডো গেঞ্জি এবং নেভি ব্লু রঙের হাফহাতা গেঞ্জি। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাশেদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে। তবে নিহত কিশোরের এখনো নাম-পরিচয় পাওয়া যায়নি।
এম মাঈন উদ্দিন/এসআর