শিক্ষা

নটর ডেমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, সুযোগ পাবেন ৩২৯০ শিক্ষার্থী

নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কলেজটি নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা ও জিপিএর নম্বরের সমন্বয়ে শিক্ষার্থী নির্বাচন করে ভর্তি নেবে। এবার কলেজটিতে মোট তিন হাজার ২৯০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

শনিবার (২৬ জুলাই) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী ২৯ জুলাই থেকে অনলাইনে এ আবেদন শুরু হবে। চলবে ৭ আগস্ট পর্যন্ত।

ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতায় বলা হয়েছে, বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫ মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা ভার্সনের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবেন না। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

কোন শাখায় কতজন ভর্তির সুযোগ পাবেন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজটির বিজ্ঞান বিভাগে মোট আসনসংখ্যা ২ হাজার ১২০টি। এর মধ্যে বাংলা মাধ্যমে এক হাজার ৮১০ ও ইংরেজি মাধ্যমে ৩১০টি। আর মানবিক বিভাগে ৪১০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০টি।

ভর্তির আবেদনের যোগ্যতা

নটর ডেম কলেজ গত বছর যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে উচ্চতর গণিতসহ জিপিএ-৫, মানবিক বিভাগ: জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪।

এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবেন না। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.২৫, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করতে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকা লাগবে।

ভর্তির লিখিত পরীক্ষার বিষয়

এসএসসি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদের ‘বিজ্ঞান শাখার প্রশ্নে’ এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদের ‘ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে’ পরীক্ষা দিতে হবে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়গুলো হলো-বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগে পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। আর ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি

আবেদনকারী সব প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ- বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ- ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে।

এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে ও Facebook page (NDC Learning) -এ দেওয়া হবে।

এএএইচ/এসএনআর/জেআইএম